ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

সাগর উত্তাল, কক্সবাজার সৈকতের সকল সেবা বন্ধের নির্দেশ
পর্যটকদের সৈকতে নামতে নিরুৎসাহিত করা হচ্ছে
কক্সবাজার প্রতিনিধি
পর্যটকদের সৈকতে নামতে নিরুৎসাহিত করা হচ্ছে

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সাগর উত্তাল রয়েছে। কক্সবাজার সমুদ্র সৈকতের প্রতিটি পয়েন্টে সতর্কতামূলক লাল পতাকা টাঙানো হয়েছে। সেইসঙ্গে সৈকতের সকল সেবা বন্ধের নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।

কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্রবন্দরকে ৬ (ছয়) নম্বর বিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে ৯ (নয়) নম্বর মহাবিপদ সংকেত (পুনঃ) ০৯ (নয়) নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে।

সময়ের সাথে সাথে পর্যটকদের আনাগোনাও বাড়তে শুরু করেছে। তবে, পর্যটকরা যাতে গোসল করতে না নামেন সেজন্য নিরুৎসাহিত করা হচ্ছে। পাশাপাশি পর্যটকদের বীচে না নামতেও নিরুৎসাহিত করছেন সী সেইফ লাইফ গার্ডের কর্মীরা।

কক্সবাজার সমুদ্র সৈকতে পরিস্থিতি দেখতে এসে জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান জানান, সৈকতের কিটকট, জেটস্কি, বিচবাইকসহ সকল সেবা বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। সৈকত এলাকা ছাড়ার জন্য ট্যুরিস্ট পুলিশ, বিচকর্মী, লাইফগার্ড কাজ করছে। এছাড়া পর্যটকদেরও অনুরোধ জানানো হয়েছে, ব্যস্ত না রাখতে, যেহেতু পুরো জেলার মানুষের জন্য কাজ করতে হচ্ছে।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ



এই পাতার আরো খবর