গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ফজলুপুর ও ফুলছড়ি ইউনিয়নের বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ স্থাপনা নদী ভাঙন থেকে রক্ষার দাবিতে মানববন্ধন করেছে দুই ইউনিয়নের বাসিন্দারা।
রবিবার (২৬ মে) দুপুরে ফুলছড়ি ইউনিয়নের টেংরাকান্দি, পিপুলিয়া এলাকা ও ফজলুপুর ইউনিয়নে মধ্যখাটিয়ামারি এলাকা নদী ভাঙন প্রতিরোধে কার্যকর ব্যবস্থার দাবিতে এ মানববন্ধন করে। এতে ভাঙন কবলিত নদীর তীরে নারী-পুরুষ, শিশু বৃদ্ধসহ ২ শতাধিক মানুষ মানববন্ধনে অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য দেন ইউপি সদস্য খইমুদ্দিন, সহকারী শিক্ষক আব্দুল হালিম, এসকেএসের প্রকল্প কর্মকর্তা সুলতানা বাহার, রবিরন বেগম, মর্জিনাসহ অনেকে। বক্তারা বলেন, নদী ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা না নিলে এ এলাকায় অবস্থিত চর পেপুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, পেপুলিয়া কমিউনিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ পেপুলিয়া, টেংরাকান্দি, বাজে ফুলছড়ি, দেলুয়াবাড়ি, পশ্চিম খাাটিয়ামারি, চন্দনস্বর এলাকার ফসলি জমি ও ঘরবাড়ি ভেঙে যাবে। বক্তারা দ্রুত নদী ভাঙন প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট সকলের হস্তক্ষেপ কামনা করেন।
বিডি প্রতিদিন/হিমেল