তৃতীয় ধাপে বগুড়ার তিন উপজেলার নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। বগুড়া সদর, শাজাহানপুর ও শিবগঞ্জ উপজেলার ৩৩২টি কেন্দ্রে বুধবার সকাল ৮টা থেকে শুরু হওয়া এ ভোটগ্রহণ বিকাল চারটা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে।
তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনে তিনটি উপজেলার ৪৭ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৯ জন, ভাইস চেয়ারম্যান পদে ২৬ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১২ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচনে বগুড়া উপজেলায় চেয়ারম্যান পদে ৩, ভাইস চেয়ারম্যান পদে ১৬ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন, শাজাহানপুর উপজেলায় চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন, শিবগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে ২ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বগুড়ার অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা ও তৃতীয় ধাপের নির্বাচনে রিটার্নিং অফিসার সৈয়দ আবু ছাইদ জানান, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তিন উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় ম্যাজিস্ট্রেট, বিজিবি, প্রতিটি কেন্দ্রে পুলিশ ও আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। এছাড়া র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোবাইল টিম দায়িত্ব পালন করছেন।
বিডিপ্রতিদিন/কবিরুল