ঢাকা, শনিবার, ২৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

লক্ষ্মীপুরে প্রায় ৩ লাখ শিশু পাবে ভিটামিন 'এ' প্লাস ক্যাপসুল
লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুরে প্রায় তিন লাখ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের নিয়ে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে কর্মশালা অনুষ্ঠিত হয়। এ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ মোরশেদ আলম হিরু। এ সময় বিশেষ অতিথি ছিলেন, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. নাহিদ রায়হান, জেলা তথ্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) সত্যেন্দ্র চন্দ্র পাল।

কর্মশালায় জানানো হয়, আগামী ১ জুন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত লক্ষ্মীপুর জেলায় ১ হাজার ৪৮০টি কেন্দ্রে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। ৬ থেকে ১১ মাস বয়সী ৩৫ হাজার ২০৮ জন শিশুকে নীল রং এবং ১২ থেকে ৫৯ বয়সী দুই লাখ ৬৪ হাজার ৭৮৫ জন শিশুকে লাল রঙের জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোসহ মোট ২ লাখ ৯৯ হাজার ৯৯৩ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।

বিডি প্রতিদিন/এএ



এই পাতার আরো খবর