ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

পর্যটন খাতে অবদানে সম্মাননা পেলেন চট্টগ্রাম জাতিতাত্ত্বিক জাদুঘরের উপপরিচালক
কুমিল্লা প্রতিনিধি

পর্যটন খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য টোয়াব আন্তর্জাতিক পর্যটন অ্যাওয়ার্ড-২০২৪ পেয়েছেন ২০ জন ব্যক্তি ও প্রতিষ্ঠান। এক্সিলেন্ট এন্ড হেরিটেজ রিজার্ভেশন এন্ড কালচারাল অ্যাওয়ার্ড ক্যাটাগরিতে চট্টগ্রাম জাতিতাত্ত্বিক জাদুঘরের উপপরিচালক ড. মো. আতাউর রহমান এই অ্যাওয়ার্ড পান।

এর আগে তিনি প্রত্নতত্ত্ব অধিদপ্তর কুমিল্লা ও সিলেট বিভাগের আঞ্চলিক পরিচালকের দায়িত্ব পালন করেন।

 বুধবার রাতে ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টোয়াব) আয়োজনে ফাস্ট ইন্টারন্যাশনাল ট্যুরিজম অ্যাওয়ার্ড (টিটা) শিরোনামে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়।

ঢাকার একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে তার হাতে অ্যাওয়ার্ড তুলে দেন নেপালের রাষ্ট্রদূত ঘানসাম ভান্ডারি ও টোয়াব প্রেসিডেন্ট শিবলুক আজম কোরেশি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী ফারুক খান।

বিডিপ্রতিদিন/কবিরুল



এই পাতার আরো খবর