ঢাকা, সোমবার, ২২ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

মোংলা-বেনাপোল রুটে ট্রেন চলাচল শুরু
বাগেরহাট প্রতিনিধি

মোংলা-খুলনা নতুন রেল পথের উদ্বোধনের সাত মাস পর শনিবার দুপুর ২টায় বেনাপোল থেকে মোংলা স্টেশনে এসে পৌঁছায় যাত্রীবাহী ট্রেন। 

সকাল সোয়া ৯টায় বেনাপোল থেকে মোংলা এক্সপ্রেস নামের ছেড়ে আসা ট্রেনটি ৬০০জন যাত্রী নিয়ে নাভারণ, ঝিকরগাছা, যশোর জংশন, রূপদিয়া, সিঙ্গিয়া, চেঙ্গুটিয়া, নওয়াপাড়া, বেজেরডাঙ্গা, ফুলতলা, আড়ংঘাটা, মোহাম্মদনগর, কাটাখালি, চুলকাটি বাজার স্টেশনে যাত্রা বিরতির পর মোংলায় পৌঁছায়। 

এসময়ে বাগেরহাট- ৩ (রামপাল মোংলা) আসনের এমপি ও সাবেক উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার তালুকদারসহ রেলওয়ে পশ্চিম জোনের কর্মকতারা মোংলা স্টেশনে পৌছানো যাত্রীদের স্বাগত জানান। 

বিকাল তিনটা ১০ মিনিটে হাবিবুন এমপি নাহার তালুকদার ফিতা কেটে ও বাঁশি বাজানোর পর ৩৬১জন যাত্রী নিয়ে ফিরতি যাত্রায় ট্রেনটি বেনাপোলের উদেশ্যে ছেড়ে যায়। 

 

বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর