ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

কুয়াকাটা সৈকতে ভেসে এসেছে মৃত ডলফিন
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

কুয়াকাটা সৈকতে ভেসে এসেছে একটি মৃত ডলফিন। এটি প্রায় ১০ ফুট লম্বা। ডলফিনটির পুরো শরীরে চামড়া উঠানো। বৃহস্পতিবার সকালে সৈকতের মিরাবাড়ি পয়েন্টে এটিকে স্থানীয়রা দেখতে পায়।

ডলফিন রক্ষা কমিটির সদস্য আবুল হোসেন রাজু জানান, বঙ্গোপসাগর কিছুটা উত্তাল রয়েছে। এর মধ্যে জোয়ারের সময় সাগরের ডেউয়ের সাথে ডলফিনটি তীরে আসছে। শরীরের উপরিভাগের সম্পূর্ণ চামড়া উঠানো। এছাড়া পেট ফাটা। দেখে মনে হচ্ছে বেশ কিছুদিন আগে ডলফিনটি মারা গেছে।

কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার জানান, খবর পাওয়ার সাথে সাথে বনবিভাগ ও ব্লু-গার্ডের সহায়তায় আমাদের সদস্যরা নিরাপদ স্থানে ডলফিনটিকে মাটি চাপা দেওয়ার ব্যবস্থা করেছে।

বনবিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, যাতে দুর্গন্ধ না ছড়ায়, এজন্য মৃত ডলফিনকে দ্রুত মাটিচাপা দেওয়ার ব্যবস্থা করছি।

বিডি প্রতিদিন/এমআই



এই পাতার আরো খবর