ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

খুলনায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে, ভোটার উপস্থিতি কম
নিজস্ব প্রতিবেদক খুলনা

খুলনার উপকূলীয় কয়রা পাইকগাছা ও ডুমুরিয়া উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ রবিবার সকাল আটটা থেকে শুরু হয়েছে। 

দুপুর ১২ টা পর্যন্ত ভোট কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কম। 

সকাল দশটায় ডুমুরিয়া উপজেলার চুকনগর হাছানিয়া দাখিল মাদরাসা কেন্দ্রে ভোট পড়ে মাত্র সাড়ে চার শতাংশ। এ কেন্দ্রে মোট ভোটার দুই হাজার ছয়শত তিন। এ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ভগরথ দাস বলেন, ৩ মাইল দূর থেকে ভোটারদের কেন্দ্রে আসতে হয়। দুপুরের পরে হয়তো ভোটার উপস্থিতি বাড়তে পারে।

বেলা সাড়ে বারোটায় খুলনার কয়রা মদিনাবাদ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ১৭৯২ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৫৩৮ জন। ভোট প্রদানের হার ৩০ শতাংশ।

পাশের মদিনাবাদ মাধ্যমিক স্কুল ভোটকেন্দ্রেও ভোটার উপস্থিতি হার তুলনামূলক কম। খুলনার ডুমুরিয়া ও পাইকগাছার আরও কয়েকটি কেন্দ্র পরিদর্শন করে একই চিত্র দেখা গেছে।

মদিনাবাদ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার তপন কুমার কর্মকার জানান, প্রচণ্ড গরমের কারণে ভোটার উপস্থিতি কম। তবে দুপুরের পর ভোটার উপস্থিতি কিছুটা বাড়তে পারে। 

দুপুর ১২ টায় পাইকগাছা উপজেলার রেজাকপুর কাশিম নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট পড়েছে ১৫ শতাংশ। এ কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা গণেশ চন্দ্র হালদার বলেন, ভ্যাপসা গরমে ভোটাররা কম আসছে। তবে নারী ভোটারদের উপস্থিতি উল্লেখযোগ্য।

খুলনার জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। নির্বাচনী এলাকায় পুলিশ আনসারের পাশাপাশি র‍্যাব বিজিবি ও কোস্ট গার্ডের সদস্যরা দায়িত্ব পালন করছেন।

 বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন



এই পাতার আরো খবর