ঢাকা, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

ফুলপুরে ভূমিসেবা সপ্তাহ উপলক্ষ্যে জনসচেতনতামূলক সভা
ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ. বি. এম. আরিফুল ইসলাম বলেছেন, সরকারি নীতিমালা অনুযায়ী সকল কাজ করা হবে। ভূমি সংক্রান্ত বিষয়টি একটি আবেগের জায়গা। এতে কোন হেলাফেলা করা যাবে না। এসিল্যান্ড যদি আপনাদের কোন বৈধ কাজ করে দিতে অনীহা  করেন, তাহলে সরাসরি আমার নিকট চলে আসবেন। আশা করি এসিল্যান্ড এমনটি করবেন না। কেননা, আমার এসিল্যান্ড একজন দক্ষ ও জনবান্ধব কর্মকর্তা। 

আজ সোমবার বেলা দেড়টার দিকে ফুলপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে চলমান ভূমিসেবা সপ্তাহে আয়োজিত জনসচেতনতামূলক সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ফুলপুর ভূমি অফিসকে আমরা দুর্নীতিমুক্ত ও দালালমুক্ত রাখবো। কোন প্রকার অনিয়ম বরদাস্ত করা হবে না। এ সময় উপজেলা নির্বাহী অফিসার এ. বি. এম. আরিফুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান ফারুকের সঞ্চালনায় 'স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক' প্রতিপাদ্য বিষয়ে আরও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন সরকার, সাংবাদিক এ টি এম রবিউল করিম প্রমুখ। 

বিডি প্রতিদিন/এএ



এই পাতার আরো খবর