ঢাকা, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

ধান ও চাল সংগ্রহে গাইবান্ধায় জেলা সমন্বয় কর্মশালা
গাইবান্ধা প্রতিনিধি

জিংক ধান ও চাল সংগ্রহ কার্যক্রম উপলক্ষে গাইবান্ধায় জেলা সমন্বয় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কনফারেন্স রুমে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়। জেলা খাদ্য বিভাগ ও গেইন বাংলাদেশ যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে।

কর্মশালা উদ্বোধন করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক রোস্তাম আলী। এতে সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবুহেনা মোস্তফা কামালের সভাপতিত্বে কর্মশালায় গেইন বাংলাদেশের পক্ষ থেকে ড. মুনির উদ্দিন ও আহম্মেদ শিহাব জামান, কৃষক, ধান ও চাল ব্যবসায়ী, ধান কল মালিক, জনপ্রতিনিধি, বিএডিসি, খাদ্য বিভাগ, কৃষি বিভাগ, সিভিল সার্জনের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীসহ ৭০ জন কর্মশালায় অংশগ্রহণ করেন।

কর্মশালায় বায়োফর্টিফাইড জিংক ধান ও চালের গুণাগুণ ও মানবদেহের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। এসময় বক্তব্য রাখেন জেলা সহকারী খাদ্য নিয়ন্ত্রক সাকিব রেজওয়ান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মামুনার রশিদ।

এ বছর গাইবান্ধার সাত উপজেলায় ৭৫৮ হেক্টর জমিতে ৫৩ হাজার ৭৬০ মেট্রিক টন জিংক ধানের চাষ করা হয়েছে।

বিডি প্রতিদিন/এমআই



এই পাতার আরো খবর