ঢাকা, মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ‘ডে-কেয়ার’ ট্রান্সফিউশন মেডিসিন বিভাগ উদ্বোধন
দিনাজপুর প্রতিনিধি

রোগীদের নিরাপদ রক্ত পরিসঞ্চালন সেবা আরও বেগবানসহ বিভিন্ন সুবিধা দিতে দিনাজপুরে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ‘ডে কেয়ার’ ট্রান্সফিউশন মেডিসিন বিভাগ উদ্বোধন করা হয়েছে।

আয়োজকরা জানান, ডে কেয়ার ট্রান্সফিউশন মেডিসিন ইউনিট চালুর মাধ্যমে রোগীদের নিরাপদ রক্ত পরিসঞ্চালন সেবা আরও বেগবান হবে। থ্যালাসেমিয়াসহ বিভিন্ন রক্ত রোগে আক্রান্ত রোগীরা দিনের বেলাতেই সম্পূর্ণ নিরাপদে কোনোরকম ঝুঁকি ছাড়াই শরীরে রক্ত গ্রহণ করতে এবং রক্ত দাতারাও নিরাপদে রক্ত দিতে পারবেন। ল্যাবরেটরি সার্ভিস, রক্তের উপাদান তৈরি, সংরক্ষণ ও সরবরাহ, পিআরপি থেরাপি সেন্টার, রক্তদাতার পরিষেবা, এফেরিসিসসহ বিভিন্ন পরিষেবা এই ইউনিটে আধুনিকায়ন করা হয়েছে।

মঙ্গলবার সকালে হাসপাতালের ট্রান্সফিউশন বিভাগের আয়োজনে ‘ডে কেয়ার’ ট্রান্সফিউশন মেডিসিন বিভাগ উদ্বোধন করেন দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডা. এটি এম নুরুল্লাহ।

দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক ডা. এ বি এম কামরুল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. আব্দুর গফুর মন্ডল, কলেজের পরিচালক ডা. এটিএম নুরুজ্জামান, উপাধ্যক্ষ অধ্যাপক ডা. সৈয়দ মো. নাদির হোসেন প্রমুখ।

বিডি প্রতিদিন/এমআই



এই পাতার আরো খবর