ঢাকা, মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

নোয়াখালীতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা
নোয়াখালী প্রতিনিধি:

মূলধারার রাজনীতিতে নারীর অংশগ্রহণ বৃদ্ধির লক্ষ্যে নোয়াখালীতে আওয়ামী লীগ-বিএনপির তরুণ নারী নেতৃত্ব বৃদ্ধি করতে ডেমেক্রেসি ইন্টারন্যাশনালের পরিচালনায় দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষক স্টাডি সার্কেলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

পরে তরুণীদের মাঝে সনদ ও পুরষ্কার বিতরণ করা হয়েছে। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত দিনব্যাপী কর্মশালায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন নোয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টু।  অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের নেতা আবু তাহের, মিথুন ভট্ট, মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফা মমিন, জেলা বিএনপি নেতা লিয়াকত আলী খান, ভিপি জসিম, ভিপি শাহানা, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু হাসনাত আদনান, যুবদল নেতা এমরান, নোয়াখালী প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আকবর হোসেন সোহাগ ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সিনিয়র আঞ্চলিক ব্যবস্থাপক আবুল বাশারসহ প্রমুখ।  কর্মশালায় বক্তৃতার কৌশল, নির্বাচনী প্রচার প্রক্রিয়া, এডভোকেসি প্রক্রিয়াসহ নানান বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। প্রশিক্ষণে বিএনপি থেকে ৮ জন ও আওয়ামী লীগ থেকে ৮ জনসহ মোট ১৬ জন তরুণী প্রশিক্ষণে অংশগ্রহন করেন। 

বিডি প্রতিদিন/এএম



এই পাতার আরো খবর