ঢাকা, রবিবার, ২৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

সুন্দরবনে আত্মসমর্পণকারী জলদস্যুর মাঝে ঈদ সামগ্রী বিতরণ
নিজস্ব প্রতিবেদক, খুলনা
ছবি- বাংলাদেশ প্রতিদিন।

সুন্দরবনে আত্মসমর্পণকারী ২৮৪ জন জলদস্যুর মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে র‌্যাব। বুধবার (১২ জুন) খুলনার বিভিন্নস্থানে এই সকল জলদস্যুদের মাঝে চাল, তেল, ঘি, সেমাই, চিনি, গুড়া দুধ, পিয়াজসহ ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন র‌্যাব-৮ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী যুবায়ের আলম শোভন।

খুলনার জিরোপয়েন্ট এলাকায় ২৬ জন, চুকনগর বাজারে একজন, তালা বাজারে ৩ জন, শিববাড়িতে ২ জন, আড়ংঘাটায় ২ জন ও কয়রায় ১৪ জনকে ঈদ উপহার সামগ্রী প্রদান করা হয়। এছাড়া সাতক্ষীরা জেলার মুন্সিগঞ্জে ৫৫ জন, সদর কোর্ট এলাকায় ৭ জন, বাগেরহাটের সাইনবোর্ডে ৩০ জন, ভাগায় ৮১ জন, মোংলায় ৬২ জনকে র‌্যাবের পক্ষ থেকে ঈদ উপহার প্রদান করা হয়।

উল্লেখ্য, ২০১৬ সাল থেকে এখন পর্যন্ত সুন্দরবনে ২৭টি বাহিনীর ২৮৪ জন বনদস্যু আত্মসমর্পণ করে। এর আগে, আত্মসমর্পণের পর প্রধানমন্ত্রীর নির্দেশনায় ৮৬ জনকে ঘর, ৭৬ জনকে মুদি দোকান, ১০৫ জনকে গরু ও ১৬ জনকে নৌকা প্রদান করা হয়।  

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ



এই পাতার আরো খবর