ঢাকা, সোমবার, ২৯ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

সখীপুরে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু
সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

টাঙ্গাইলের সখীপুরে দেশি প্রজাতির বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। বুধবার সকাল ১১টার দিকে উপজেলার প্রতিমা বংকী ফাযিল মাদ্রাসা মাঠে স্থানীয় পাবলিক লাইব্রেরি এ কর্মসূচি শুরু করে। এসময় উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান অধ্যক্ষ সাঈদ আজাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে কর্মসূচির উদ্বোধন করেন। 

এ ছাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিবলী সাদিক, অধ্যাপক এম এ গফুর, অধ্যক্ষ আবুল খায়ের গুলজারি, প্রধান শিক্ষক জাফর ইকবাল, শাহজাহান মিয়া, প্রতিমা বংকী পাবলিক লাইব্রেরির সভাপতি সাকিব আল হাসানসহ মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও লাইব্রেরির সদস্যরা উপস্থিত ছিলেন। 

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশি প্রজাতির গাছ পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি ফুল-ফল দিয়ে নানাভাবে আমাদের উপকারও করে। তাই বিদেশি গাছ বর্জন করে আমরা দেশি প্রজাতির বৃক্ষরোপণে উৎসাহিত করছি। 

বিডি প্রতিদিন/এএ



এই পাতার আরো খবর