ঢাকা, সোমবার, ২৯ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

বরগুনায় বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু
বরগুনা প্রতিনিধি
প্রতীকী ছবি

বরগুনার সদর উপজেলার ৭ নম্বর ঢলুয়া ইউনিয়নের পোটকাখালি আশ্রয়ন আবাসিক এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার (১২ জুন) দুপুর ১২টার দিকে ইজিবাইকে চার্জ দিতে গিয়ে এ ঘটনা ঘটে।

মৃত জাহানারা পোটকাখালি এলাকার হারেজ ফকিরের স্ত্রী। তিনি পরিবার নিয়ে সরকার থেকে পাওয়া আশ্রয়ন প্রকল্পের ঘরে বসবাস করতেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান নিহতের বিষয়‌টি নি‌শ্চিত করেছেন।

এলাকাবাসী জানান, জাহানার ছেলে দীর্ঘদিন ধরে বরগুনা পৌর এলাকায় ব্যাটারিচালিত ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলেন। প্রতিদিনের মতো বুধবার দুপুরে খাবারের জন্য ঘরে এসে বিদ্যুতের চার্জিং পয়েন্টে তিনি  ইজিবাইক চার্জ দিয়ে গোসলে যান। 

তিনি আরও জানান, চার্জ দেওয়ার ইজিবাইক পরিষ্কার করতে এসে তার মা বিদ্যুৎস্পৃষ্ট  হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরিবারের লোকজন দেখতে পেয়ে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ



এই পাতার আরো খবর