ঢাকা, সোমবার, ২৯ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

মৃত্যুর সাড়ে তিন বছর পর মামলা, স্ত্রী-জামাতাসহ আসামি ৪
নিজস্ব প্রতিবেদক
আব্দুস সালাম গোলন্দাজ

বরিশালের বানারীপাড়ায় আব্দুস সালাম গোলন্দাজ (৬০) নামের এক ব্যবসায়ীর মৃত্যুর সাড়ে তিন বছর পরে তাকে হত্যার অভিযোগে তার স্ত্রী ও জামাতাসহ চারজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। 

আব্দুস সালাম গোলন্দাজের বোন নাসিমা ইয়াসমিন বাদী হয়ে বরিশাল বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সম্প্রতি মামলা দায়ের করলে বিচারক মামলাটি এজাহার হিসেবে গণ্য করার জন্য বানারীপাড়া থানার অফিসার ইনচার্জকে (ওসি) নির্দেশ দেন। 

ওই নির্দেশের প্রেক্ষিতে ১২ জুন বুধবার মামলাটি বানারীপাড়া থানায় হত্যা মামলা হিসেবে রুজ্জু করা হয়। মামলার আসামিরা হলেন সাবিনা ইয়াসমিন (৫০), তার মেয়ে জামাতা খালিদ মাহমুদ সোহাগ (৩৮), মো. মাসুম (৩৮) ও ভাই দুলাল হাওলাদার (৫৩)।  

এ প্রসঙ্গে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ মো. মাইনুল ইসলাম বলেন, আদালতের নির্দেশে ব্যবসায়ী সালাম গোলন্দাজ হত্যা মামলাটি থানায় রুজ্জু করা হয়েছে। তদন্তপূর্বক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিডি প্রতিদিন/হিমেল



এই পাতার আরো খবর