ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

২৪ ঘণ্টায় ৩ কো‌টি ছা‌ড়িয়েছে বঙ্গবন্ধু সেতুর টোল আদায়
অনলাইন ডেস্ক

ঈদকে কেন্দ্র করে মহাসড়কে প‌রিবহনের সংখ্যা বৃ‌দ্ধির পেয়েছে কয়েকগুন। এতে 

টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুতে টোল আদায় বেড়েছে। গেল ২৪ ঘণ্টায় সেতুতে টোল আদায় ৩ কো‌টি টাকা ছা‌ড়িয়েছে।   বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, বুধবা‌র (১২ জুন) রাত ১২টার পর থেকে বৃহস্প‌তিবার (১৩ জুন) রাত ১২টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতু দিয়ে ৪০ হাজার ৯০৬‌টি প‌রিবহন পারাপার হয়েছে। এতে সেতুতে টোল আদায় হয়েছে ৩ কো‌টি ২১ লাখ ৯৭ হাজার ৩০০ টাকা।

সেতুতে পারাপার হওয়া প‌রিবহনের মধ্যে যাত্রীবাসের সংখ্যা ছিল ৮ হাজার ৮৪৮, ট্রাক ১২ হাজার ১৮০, ছোট-বড় প‌রিবহন ১৪ হাজার ৮১ ও মোটরসাইকেল ৫ হাজার ৭৯৭‌টি সেতু পারাপার হয়েছে।   পূর্ব টোলপ্লাজা অ‌তি‌ক্রম করেছে ২২ হাজার ৬৪৫‌টি প‌রিবহন। এর বিপরী‌তে টোল আদায় হয়েছে ১ কো‌টি ৫৮ লাখ ৮১ হাজার ৪০০ টাকা। আবার সেতুর প‌শ্চিম টোলপ্লাজায় অ‌তিক্রম করেছে ১৮ হাজার ২৬১‌টি প‌রিবহন। এতে টোল আদায় হয়েছে ১ কো‌টি ৬৩ লাখ ১৫ হাজার ৯০০ টাকা। 

বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল জানান, ঈদে কর্মস্থল ছুটি হওয়ার কারণে মহাসড়‌কে যানবাহনের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এতে টোল আদায় বাড়‌ছে সেতুতে।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন



এই পাতার আরো খবর