ঢাকা, সোমবার, ২৯ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

কুড়িগ্রামে নদ-নদীর পানি বাড়ছে
কুড়িগ্রাম প্রতিনিধি

অবিরাম বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কুড়িগ্রামে নদনদীর পানি বৃদ্ধি পেতে শুরু করেছে। ফলে নদ-নদী তীরবর্তী মানুষজন এখন বন্যা আতংকে রয়েছেন। বিশেষ করে তিস্তা,ধরলা ও দুধকুমার নদীর পানি ক্রমেই বাড়ছে। গত এক সপ্তাহের ব্যবধানে ভারি বর্ষণে ও উজানের ঢলের পানিতে সবচেয়ে তিস্তা নদীর পানি অনেকটা বেড়েছে বলে জানা যায়। স্থানীয় পানি উন্নয়ন বোর্ড ঢাকার বন্যা পুর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র পানিভবনের বরাত দিয়ে জানায়, উত্তরাঞ্চলের নদনদীর পানি ক্রমেই বাড়ছে। আগামী ৭২ ঘণ্টায় দেশের উত্তরাঞ্চলে অতি ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তিস্তা, ধরলা ও দুধকুমার নদীসমূহের পানি সমতল সময় বিশেষ দ্রুত বৃদ্ধি পেতে পারে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় তিস্তা নদীর পানি কাউনিয়া পয়েন্টে ২৮ সে.মি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার মাত্র ৫ সে.মি নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে বলে পাউবো সন্ধ্যা ৬টার রিডিং এ জানিয়েছে। এছাড়াও দুধকুমার ও ধরলা নদীর পানিও ক্রমেই বাড়ছে। নদনদীর পানি বেড়ে যাওয়ায় তিস্তা নদী অববাহিকায় নিম্নাঞ্চলসমূহে পানি উঠেছে।ফলে এসব এলাকার মানুষজন বন্যা আতংকে রয়েছেন বলে জানা গেছে।অন্যদিকে, নদ-নদীর পানি বেড়ে যাওয়ায় নদী তীরবর্তী অনেক এলকায় দেখা দিয়েছে নদী ভাঙন। কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো: রাকিবুল ইসলাম জানান, নদ-নদীর পানি বাড়লেও আপাতত বন্যা আতংকিত হওয়ার কিছু নেই। পানি দ্রুতই কমে আসবে বলে জানান তিনি।

বিডি প্রতিদিন/এএ



এই পাতার আরো খবর