ঢাকা, সোমবার, ২২ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

যানবাহনের চাপ নেই পদ্মা সেতুতে
মুন্সীগঞ্জ প্রতিনিধি

যানবাহনের তেমন চাপ নেই মুন্সীগঞ্জের লৌহজংয়ে অবস্থিত পদ্মা সেতুর টোলপ্লাজায়। এখান থেকে টোল দিয়ে স্বাভাবিক গতিতেই পার হচ্ছে দক্ষিণাঞ্চলের যানবাহন। ঈদযাত্রা স্বস্তিদায়ক হওয়ায় খুশি দক্ষিণাঞ্চলের মানুষ।

আজ রবিবার ভোর থেকে সকাল থেকে ৯টা পর্যন্ত পদ্মা সেতুর উত্তর প্রান্তে গিয়ে এমন চিত্রই দেখা গেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবহনের সংখ্যা বাড়তে পারে। তবে যতই যানবাহনের চাপ বাড়লেও টোলপ্লাজায় যানজট কিংবা অপেক্ষায় যেন যানবাহনকে থাকতে না হয় সে বিষয়ে তৎপর রয়েছে সেতু কর্তৃপক্ষ। এছাড়া যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী প্রতিনিয়তই মাইকিং করছে ও টহল দিচ্ছে সেতুতে।

মাওয়া ট্রাফিক পুলিশের ইনচার্জ জিয়াউল ইসলাম জানান, যাত্রীবাহী বাসসহ ট্রাক, প্রাইভেট ও অন্যান্য ভারী যানবাহন যথারীতি পারাপার হচ্ছে। বর্তমানে গাড়ির তেমন কোনো চাপ বা যানজট নেই মাওয়া প্রান্তে। যে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে। 

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ



এই পাতার আরো খবর