ঢাকা, সোমবার, ২৯ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

মোরেলগঞ্জে যুবলীগ নেতা গ্রেফতার
মোরেলগঞ্জ প্রতিনিধি:

বাগেরহাটের মোরেলগঞ্জে ঘের নিয়ে বিরোধের জের ধরে ২ নারীসহ ৬ জনকে পিটিয়ে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকেরা। শনিবার দিবাগত রাত ৮টার দিকে আমরবুনিয়া গ্রামে একটি মৎস্য ঘেরের দখল নিয়ে এ মারপিটের ঘটনা ঘটে। এ ঘটনায় যুবলীগ নেতা পিয়াস গাজীকে গ্রেফতার করে রবিবার বেলা ১০টার দিকে আদালতে সোপর্দ করেছে পুলিশ। 

এতে আহত সাব্বির হোসেন শেখ (২৫), পারভেজ শেখ (৩০), মালা বেগম (২৮), সোনিয়া বেগম (২৫), মামুন হাওলাদার (৪০), উজ্জল খান (৪০) ও ইউনিয়ন পরিষদের সদস্য মো. আবু তাহের মিনাকে (৪০) মোরেলগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

এ ঘটনায় রাতেই থানায় মামলা দায়ের হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি নিশানবাড়িয়া ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপকি মো. পিয়াস গাজীকে গ্রেফতার করেছে।

এ বিষয়ে থানার ওসি (তদন্ত) মো. শাহজাহান আহমেদ বলেন, মারপিটের ঘটনায় মামলা দায়ের হয়েছে। প্রধান আসামি পিয়াস গাজীকে গ্রেফতার করা হয়েছে। 

বিডি প্রতিদিন/এএ



এই পাতার আরো খবর