ঢাকা, সোমবার, ২৯ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

শরীয়তপুরের ৩০ গ্রামে ঈদুল আজহা উদযাপন
শরীয়তপুর প্রতিনিধি

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগেুলোর সঙ্গে মিল রেখে শরীয়তপুরের ৩০টি গ্রামের প্রায় পঁচিশ হাজার মানুষ ঈদ উদযাপন করছেন। সুরেশ্বরী দরবার শরীফের ধর্মপ্রাণ মুসল্লিরা প্রায় দেড় শত বছর ধরে পবিত্র ঈদুল আজহা উদযাপন করে আসছেন। এ বছরও সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে বাংলাদেশের একদিন আগেই পবিত্র ঈদুল আজহা উদযাপন করছেন। জানা গেছে, প্রতিবছরের মত এ বছরও অগ্রিম ঈদ পালন করছেন সুরেশ্বর দরবার শরীফের ভক্তবৃন্দ 

জানা যায়, জান শরীফ শাহ সুরেশ্বরী নামে এক সুফি সাধকের প্রতিষ্ঠিত সুরেশ্বর পাক দরবার শরীফের কয়েক লাখ ভক্ত ও অনুরাগী রয়েছেন সারাদেশে। সুরেশ্বরী দরবার শরীফের এসব ভক্ত ও অনুরাগীরা ১৯২৮ সাল থেকে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে ঈদুল আজহা পালন করেন। এর মধ্যে শরীয়তপুরের নড়িয়া উপজেলার সুরেশ্বর, কেদারপুর, চাকধ, চন্ডিপুর ও ভেদরগঞ্জ উপজেলার দক্ষিণ দারাগড়সহ ৩০ গ্রামের প্রায় ১৫ হাজার ধর্মপ্রাণ মুসল্লি মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে ঈদ পালন করছে।

বিডি প্রতিদিন/এএ



এই পাতার আরো খবর