ঢাকা, রবিবার, ২৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

বর্ষণ ঢলে সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি
সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জে ভারি বর্ষণ আর উজানের ঢলে জেলার বিস্তীর্ণ এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। থেমে থেমে বৃষ্টিপাত হওয়ায় ক্রমেই বাড়ছে নদ-নদীর পানি। এমন অব্যাহত থাকলে বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা রয়েছে।

এতে করে জেলায় পবিত্র ঈদুল আজহা উদযাপনে সাধারণ মানুষের প্রাণচাঞ্চল্য অনেকটা ম্লান হয়ে গেছে।  পানি উন্নয়ন বোর্ড জানায়, জেলার প্রধান নদী সুরমার পানি সুনামগঞ্জ পয়েন্টে বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ ছাড়া ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৩৬৫ মিলিমিটার।  এদিকে, বন্যার পানিতে তলিয়ে গেছে গ্রামীণ রাস্তাঘাট। অনেক বাড়ির আঙিনা পানিতে নিমজ্জিত। সুনামগঞ্জ জেলা সদরের কাজির পয়েন্ট, উকিলপাড়া, তেঘরিয়াঘাট বন্যায় প্লাবিত হয়েছে। ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। 

দোয়ারাবাজার উপজেলার গোরেশপুর গ্রামের হাফিজ মর্জুত আলী বলেন, ইতোমধ্যে পানি উঠানে চলে এসেছে। যেভাবে বাড়ছে, ঘরে ঢুকতে সময় লাগবে।  সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, বৃষ্টিপাত অব্যাহত থাকলে জেলায় স্বল্পমেয়াদী বন্যা দেখা দিতে পারে। 

বিডি প্রতিদিন/এএ



এই পাতার আরো খবর