ঢাকা, সোমবার, ২৯ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি
সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জে ভারি বর্ষণ আর উজানের ঢলে জেলার বিস্তীর্ণ এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। থেমে থেমে বৃষ্টিপাত হওয়ায় ক্রমেই বাড়ছে নদ-নদীর পানি। ২০২২ সালের ভয়াবহ বন্যার অভিজ্ঞতায় কারণে পানি বৃদ্ধিতে অনেকটাই আতঙ্কিত সাধারণ মানুষ। বন্যায় সুনামগঞ্জ জেলা সদরের কাজির পয়েন্ট, উকিলপাড়া, ষোলঘর পয়েন্ট, তেঘরিয়াঘাট, ষোলঘর পয়েন্ট, নবীনগর,  সুলতানপুর এপাকা বন্যায় প্লাবিত হয়েছে। অনেক বাসাবাড়িতে ঢুকছে বানের পানি। বন্যার্থ মানুষেরা আশ্রয়কেন্দ্রে ছুটছেন। 

পানি উন্নয়ন বোর্ড জানায়, জেলার প্রধান নদী সুরমার পানি সুনামগঞ্জ পয়েন্টে বিপৎসীমার ৬৮ সেন্টিমিটার এবং ছাতক পয়েন্টে ১৫৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ ছাড়া ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৬৮ মিলিমিটার।  তবে সুনামগঞ্জের উজানে ভারতের চেরাপুঞ্জিতে ভারি বর্ষণ হচ্ছে বলে জানায় পাউবো। সেখানে ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত হয়েছে ৩৯৫ মিলিমিটার।  এদিকে, বন্যার পানিতে তলিয়ে গেছে গ্রামীণ রাস্তাঘাট। অনেক বাড়ির আঙিনা পানিতে নিমজ্জিত। ছাতক-সিলেট সড়কের মুক্তিরগাঁও অংশ পানিতে তলিয়ে যাওয়া বিঘ্নিত হচ্ছে সড়ক যোগাযোগ। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার জানান, বৃষ্টিপাত অব্যাহত থাকলে জেলায় স্বল্পমেয়াদী বন্যা দেখা দিতে পারে। 

বিডি প্রতিদিন/এএ



এই পাতার আরো খবর