ঢাকা, রবিবার, ২৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

দিনাজপুরে পশুর বর্জ্য অপসারণে ব্যস্ত পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা
দিনাজপুর প্রতিনিধি

পবিত্র ঈদুল আজহার দ্বিতীয় দিনেও দিনাজপুর শহরের কোরবানির পশুর বর্জ্য অপসারণে ব্যস্ত সময় পার করছেন পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা। ইতিমধ্যে শহরে ঈদের দিনের বর্জ্যগুলো অপসারণ প্রায়ই শেষ করেছেন তারা।

ঈদের দ্বিতীয় দিন মঙ্গলবার দুপুরে দিনাজপুর শহরের বিভিন্ন এলাকায় সরেজমিনে দেখা যায়, দিনাজপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আবু তৈয়ব আলী দুলালের দিক-নির্দেশনায় পরিচ্ছন্ন কর্মীরা কোরবানির পশুর বর্জ্য অপসারণ করছেন। বিশেষ করে রাস্তাঘাটে কোরবানির পশুর রক্ত, বর্জ্য এমনকি রাস্তার উপরে পড়ে থাকা ছাগলের চামড়াও অপসারণ করতে ব্যাস্ত তারা। শহরের রামনগর মোড়ে চামড়ার বাজারে পড়ে থাকা ছাগলের চামড়া অপসারণ করতে দেখা গেছে পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের। 

দিনাজপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আবু তৈয়ব আলী দুলাল জানান, ঈদের দিন থেকে শহরের সব এলাকার পশুর রক্ত, আবর্জনা অপসারণ করতে সক্ষম হয়েছি। মঙ্গলবার দ্বিতীয় দিনেও বর্জ্য অপসারণ প্রক্রিয়া অব্যাহত রয়েছে। যতক্ষণ পর্যন্ত পরিষ্কার-পরিচ্ছন্ন শহরের রূপ মেলবে না, ততক্ষণ পর্যন্ত আবর্জনা পরিষ্কার অভিযান চলমান থাকবে। 

বিডি প্রতিদিন/এএ



এই পাতার আরো খবর