ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

মহিষ দেখতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু
নোয়াখালী প্রতিনিধি
প্রতীকী ছবি

মহিষ দেখতে গিয়ে নোয়াখালীর সুবর্ণচরে বজ্রপাতে মো. চৌধুরী মিয়া (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

আজ বুধবার (১৯ জুন) ভোর ৬টার দিকে উপজেলার চরওয়াপদা ইউনিয়নের চর আমিনুল হক গ্রামে এই ঘটনা ঘটে।  

নিহত চৌধুরী মিয়া উপজেলার চরওয়াপদা ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের চর আমিনুল হক গ্রামের মৃত লেদু মিয়ার ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন এবং ৬ সন্তানের জনক ছিলেন।    

স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) আবুল কাশেম তার মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছে বলেন, চৌধুরী মিয়া বাড়িতে ফজরের নামাজ পড়ে জমিতে তার মহিষ দেখতে যান। বজ্রপাতে সেখানেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়। 

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাউছার আলম ভূঁইয়া বলেন, বজ্রপাতে এক ব্যক্তি মারা গেছেন।  তবে বিষয়টি কেউ থানায় অবহিত করেনি।  

বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর