ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

নলছিটিতে বৃক্ষরোপণ অভিযান
ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠি জেলার নলছিটিতে বৃক্ষরোপণ অভিযান পরিচালিত হয়েছে। আজ বুধবার সকালে নলছিটি সরকারি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ অভিযান পরিচালনা করে নলছিটি সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। অভিযানে আম, জাম, কাঁঠাল, লিচু, আমলকী, নিম, বরই, জামরুল, পেয়ারা ও জলপাই গাছের চারা রোপণ করা হয়। 

সংগঠনের সভাপতি এসএম রেজাউল করিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান ফরহাদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা পরিষদের চেয়ারম্যান সালাহউদ্দিন খান সেলিম। সম্মানিত অতিথি ছিলেন নলছিটি সরকারি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক (অব.) সামছুল আলম খান বাহার। এছাড়া ইস্টার্ন ব্যাংকের এভিপি মনির হোসেন, শিক্ষক আলমগীর হোসেন, মো. জয়নুল আবেদীন, বালী তাইফুর রহমান তূর্য উপস্থিত ছিলেন। কর্মসূচি বাস্তবায়নে সার্বিক দিকনির্দেশনা দেন সংগঠনের সিনিয়র যুগ্ম সম্পাদক আহমেদ আল আমীন। 

সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি মিজানুর রহমান, সহসভাপতি ব্যারিস্টার শেখ মইনুল করিম প্রমুখ। সংগঠনের সভাপতি এসএম রেজাউল করিম বলেন, সবুজ নলছিটি গড়তে আমরা সাংগঠনিক কর্মসূচি অনুযায়ী বৃক্ষরোপণ অভিযান শুরু করেছি। পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য আমাদের বৃক্ষরোপণ করতে হবে। 



এই পাতার আরো খবর