ঢাকা, সোমবার, ২২ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

৪ দিনের ছুটি শেষে আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ঈদুল-আজহা উপলক্ষ্যে টানা ৪ দিন বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হয়েছে। ছুটি শেষে বন্দরের ব্যবসায়ী, কর্মকর্তা-কর্মচারীদের পদচারণায় কর্মচাঞ্চল্য আখাউড়া স্থলবন্দর।

বৃহস্পতিবার সকালে আখাউড়া স্থলবন্দরের  ট্র্যাফিক ইন্সপেক্টর রুকুনুজ্জামান আবেদিন বাণিজ্য শুরুর তথ্য নিশ্চিত করেছেন।

রুকুনুজ্জামান বলেন, সকাল ১০টার দিকে ৫টি গাড়িতে করে প্রায় ২৫ টন হিমায়িত মাছ রপ্তানির মাধ্যমে আমদানি-রপ্তানি আবার শুরু হয়েছে। ঈদুল আজহার ছুটিতে দুই দেশের মধ্যে বাণিজ্য কার্যক্রম চারদিন বন্ধ ছিল। বৃহস্পতিবার সকালে বন্দরের কার্যক্রম স্বাভাবিক হয়েছে।

আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বলেন, পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে গত রবিবার থেকে বুধবার পর্যন্ত টানা চারদিন বন্দরে ব্যবসায়ী কার্যক্রম বন্ধ ছিল। বৃহস্পতিবার সকাল থেকে সব ধরনের বাণিজ্য কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টের ওসি মো. খাইরুল আলম বলেন, পবিত্র ঈদুল আজহার ছুটিতে টানা চারদিন দুই দেশের বাণিজ্য বন্ধ ছিল। তবে ভারত-বাংলাদেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার অন্য দিনের মতোই স্বাভাবিক ছিল।

বিডিপ্রতিদিন/কবিরুল



এই পাতার আরো খবর