ঢাকা, রবিবার, ২৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ঝড়ে ভেঙ্গে পড়া গাছে ২১ দিন ধরে রাস্তা বন্ধ
দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর শহরের চক্ষু হাসপাতালের পিছনের রাস্তার একটি মেহগনি গাছ ঝড়ে ভেঙে ২১ দিন যাবত পড়ে আছে। ভেঙে যাওয়া কিছু অংশ গাছ পাশের এক ব্যক্তির দেয়ালের উপর দিয়ে বাড়ীতে পড়ে। এতে দেয়াল ভেঙে যাওয়াসহ বেশ কিছু ক্ষতি হয়েছে। এদিকে গাছের কারণে ওই রাস্তা দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। পথচারীরা ঝুঁকির মধ্যে নিচ দিয়ে যাতায়াত করছে। 

স্থানীয় আনোয়ার হোসেন, সবুর চৌধুরী, ফারুক হোসেনসহ কয়েকজন জানান, উপশহর এলাকার চক্ষু হাসপাতালের পিছনের রাস্তার একটি গাছ ঝড়ে ভেঙে পড়ে আছে। ফলে ওই রাস্তা দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে রয়েছে। পথচারীরাও চলাচল করছে ঝুঁকিতে। এরপরেও কারো টনক নড়ছে না। 

এ ব্যাপারে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, দিনাজপুর ডিভিশনের উপ-বিভাগীয় প্রকৌশলী শাহ মো. আসাদুজ্জামান আসাদ জানান, বাড়ির দেয়ালের উপর ঝড়ে পড়ে যাওয়া গাছটির ব্যাপারে কথা হয়েছে। অফিস খুললেই ভেঙ্গে পড়া গাছটি সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হবে। 

বিডি প্রতিদিন/হিমেল



এই পাতার আরো খবর