ঢাকা, রবিবার, ২৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

দিনাজপুর নাট্য সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দিনাজপুর প্রতিনিধি

নাটকের পাঠশালা উদ্বোধন, আলোচনা সভা, গুনিজন সম্মাননা প্রদান ও শিশুদের একক অভিনয়ে উৎসবমুখর পরিবেশে শতবর্ষী প্রতিষ্ঠান দিনাজপুর নাট্য সমিতির ১১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুরুতে প্রদীপ প্রজ্জ্বলন শেষে ‘নাটকের পাঠশালা’র আনুষ্ঠানিক উদ্বোধন করেন দেশবরেন্য নাট্য ব্যক্তিত্ব নাট্য সমিতিরি নাট্যাধ্যক্ষ কাজী বোরহান উদ্দিন। 

এরপর তিনজন গুনি সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাট্য সমিতির সাবেক সভাপতি ডা. হাফিজ উদ্দিন আহমেদ (মরণোত্তর), সাবেক সাধারণ সম্পাদক মো. মকবুল হোসেন (মরণোত্তর) ও নাট্য নির্দেশক আব্দুল কুদ্দুস তড়িৎকে নাট্য সমিতির সম্মাননা প্রদান করা হয়।  শুক্রবার দিবাগত রাতে দিনাজপুর নাট্য সমিতির নিজস্ব মিলনায়তনে সংগঠনের সভাপতি চিত্ত ঘোষের সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকীতে সাধারণ সম্পাদক রেজাউর রহমান রেজু স্বাগত বক্তব্য রাখেন। সভায় অংশ নেন নাট্য সমিতির উপদেষ্টা সাবেক পৌর মেয়র সৈয়দ মোসাদ্দেক হোসেন লাবু, আমাদের থিয়েটারের সভাপতি ড. মাসুদুল হক, উদীচী শিল্পীগোষ্ঠী দিনাজপুর জেলা সংসদের সভাপতি অধ্যক্ষ হাবিবুল ইসলাম, সম্মিলিত সাংস্কৃতিক জোট জেলা শাখার সভাপতি সুলতান কামাল উদ্দিন বাচ্চু, মহিলা পরিষদ জেলা শাখার সভাপতি ড. মারুফা বেগম প্রমুখ। পরে শিশু শিল্পীদের একক অভিনয়ের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সমাপ্ত করা হয়। 

বিডি প্রতিদিন/এএ



এই পাতার আরো খবর