ঢাকা, রবিবার, ২৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

সিরাজগঞ্জে বন্যার আশঙ্কা
সিরাজগঞ্জ প্রতিনিধি:

যমুনা নদীর পানি সিরাজগঞ্জ গত ৫ দিন যাবত বাড়ছে। ফলে চরাঞ্চলের নিম্নভূমি তলিয়ে যাওয়ায় কৃষকের ফসলের ক্ষতি হচ্ছে। কাঁচা রাস্তা তলিয়ে যাওয়ায় চলালেও ব্যাহত হচ্ছে। অন্যদিকে পানি বাড়ায় যমুনার অরক্ষিত অঞ্চল কাজিপুরের চরাঞ্চল, সদরের কাওয়াকোলার চর, শাহজাদপুরের কৈজুরী-পাচিল এলাকায় ভাঙন দেখা দিয়েছে। ভাঙন ও বন্যা আতঙ্কে দিন পার করছে যমুনার পাড়ের মানুষ। 

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্র বলছে, শনিবার সকালে সিরাজগঞ্জ শহররক্ষা বাঁধ হার্ড পয়েন্টে যমুনার পানির সমতল রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৮ মিটার। গত ২৪ ঘণ্টায় ১১ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৮২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে (বিপদসীমা- ১২ দশমিক ৯০ মিটার)। পানি বৃদ্ধি পাওয়ায় জেলার পাঁচটি উপজেলার চরাঞ্চলের নিম্নভূমি প্লাবিত হয়ে পড়েছে। অনেকের বসতভিটার চারপাশে পানি থইথই করছে। এ কারণে চলাচলেও নানা প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে। এছাড়াও পানি বাড়ায় ভাঙনের কবলে পড়ে শতশত হেক্টর ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। অনেকস্থানে বসতভিটা নদীগর্ভে  চলে যাচ্ছে। এতে অনেক মানুষ নিস্ব হয়ে পড়ছে।   সিরাজগঞ্জ পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. মাহবুবুর রহমান জানান, যমুনা নদীর পানি আরো তিনদিন বাড়তে পারে। এতে বিপৎসীমার উপর দিয়ে পানি প্রবাহিত পারে। এ কারনে ছোট বা মাঝারি বন্যা হতে পারে। 

বিডি প্রতিদিন/এএ



এই পাতার আরো খবর