ঢাকা, রবিবার, ২৫ আগস্ট, ২০২৪

আজকের পত্রিকা

চুয়াডাঙ্গায় গরু মোটাতাজাকরণ প্রশিক্ষণ
চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গায় গরু মোটাতাজাকরণ প্রশিক্ষণ

চুয়াডাঙ্গায় ব্যয় সাশ্রয়ী খাদ্য ব্যবস্থাপনায় গাভী পালন ও গরু মোটাতাজাকরণ শীর্ষক প্রশিক্ষণ শুরু হয়েছে। সোমবার সকালে দামুড়হুার কোষাঘাটায় অবস্থিত গো-গ্রিণ সেন্টারে দুই দিনব্যাপী এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।

তৃণমূল নারীদের অংশগ্রহণে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এএইচএম শামীমুজ্জামান। প্রশিক্ষণের উদ্বোধনী পর্বে সভাপতিত্ব করেন নাগরিক সংগঠন চুয়াডাঙ্গা জেলা লোকমোর্চার নির্বাহী সদস্য লাইলা শিরিন।

বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নীলিমা আক্তার, ওয়েভ ফাউন্ডেশনের সিনিয়র সমন্বয়কারী কামরুজ্জামান যুদ্ধ ও দামুড়হুদা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান। উন্নয়ন সংস্থা ওয়েভ ফাউন্ডেশনের আয়োজনে এ প্রশিক্ষণে তৃণমূল পর্যায়ের ৫০ জন নারী অংশগ্রহণ করে।

বিডি প্রতিদিন/এমআই



এই পাতার আরো খবর