ঢাকা, মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

কুড়িগ্রামে পানি নেমে গিয়ে দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন
কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের সবকটি নদ-নদীর পানি দ্রুতই হ্রাস পেয়ে সার্বিক বন্যা পরিস্থিতির  উন্নতি হয়েছে। তবে নদী পাড়ের নিম্নাঞ্চলের বন্যার্ত মানুষের এখনও অনেকেই পানিবন্দী রয়েছেন।

সরকারি হিসেবে চলতি বন্যায় পানিবন্দী মানুষের সংখ্যা ১৫ হাজার হলেও স্থানীয় জনপ্রতিনিধিদের হিসেবে তা ২০ হাজারের ওপর। বানভাসি মানুষের সহায়তায় সরকারিভাবে ত্রাণ সামগ্রী প্রদান করা হলেও বেসরকারিভাবে ত্রাণ সহায়তার কোনো তথ্য পাওয়া যায়নি। এখনও নিম্নাঞ্চলে পানি থাকায় রাস্তাঘাট তলিয়ে আছে। ফলে  মানুষের ভোগান্তি কমেনি। এদিকে, নদ-নদীর পানি কমতে থাকায় এসব এলাকায় দেখা তীব্র নদী ভাঙন দিয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. রাফসানজানী জানান, জেলার রাজারহাট উপজেলার ঘড়িয়াল ডাঙা ও বিদ্যানন্দ ইউনিয়নের খিতাব খাঁ, বুড়ির হাট পাড়া মৌল, ছিনাই ইউনিয়নের কিসামত, জয়কুমোর, কালির মেলা এবং সদর উপজেলার হলোখানা ইউনিয়নের সারডোবসহ ৯টি পয়েন্টে তীব্র নদী ভাঙন চলছে।

এসব এলাকার মানুষ একদিকে বন্যা অন্যদিকে নদী ভাঙনে অতিষ্ঠ হয়ে উঠেছে। তবে পানি আরও কমলে পাউবো অস্থায়ীভাবে বালুর বস্তা ও জিও ব্যাগ ফেলে ভাঙন প্রতিরোধে কাজ করার আশ্বাস প্রদান করেছে বলে ভুক্তভোগীরা জানান।

বিডিপ্রতিদিন/কবিরুল 



এই পাতার আরো খবর