ঢাকা, রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

চাঁপাইনবাবগঞ্জে আম বিষয়ক কর্মশালা
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জে আম উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ পণ্য এবং তাজা আম ও এর পণ্য রপ্তানির সুযোগ বৃদ্ধি সম্পর্কে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার ভবনে বাংলাদেশ ম্যাংগো প্রডিউসার মার্চেন্টস এ্যাসোসিয়েশন এর উদ্যোগে বিজনেস প্রমোশন কাউন্সিল, বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় দিনব্যাপী অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন চেম্বার সভাপতি মো. আব্দুল ওয়াহেদ। 

এতে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চেম্বারের সাবেক পরিচালক মনোয়ারুল ইসলাম ডালিম ও সিনিয়র সহ-সভাপতি মশিউল করিম বাবুু। কর্মশালায় মানব দেহের জন্য নিরাপদ কেমিক্যালমুক্ত আম উন্নত পদ্ধতিতে চাষাবাদ করণ, আমের রোগ-পোকা দমন ও পরিচর্যার মাধ্যমে ফলন বৃদ্ধি এবং আম ও আমজাত পণ্য রপ্তানীর সুযোগ বৃদ্ধির করণের অঙ্গিকার ব্যক্ত করেন উপস্থিত আম চাষী ও ব্যবসায়ীবৃন্দ। 

বিডি প্রতিদিন/এএম



এই পাতার আরো খবর