ঢাকা, শনিবার, ২৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

সৈয়দপুরে ট্যারিফ কমিশনের মতবিনিময় সভা
নিজস্ব প্রতিবেদক

বাণিজ্য মন্ত্রণালয়ের বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের উদ্যোগে নীলফামারীর সৈয়দপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে সৈয়দপুর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সৈয়দপুর উপজেলা বিপণন কমিটি ওই সভার আয়োজন করে। সভায় চিনি চোরাচালান বন্ধ ও নিত্যপণ্যের বাজার দর নিয়ন্ত্রণে রাখতে দাবি জানানো হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের যুগ্ম প্রধান মোস্তফা জামান হায়দার। বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান রিয়াদ আরফান সরকার ও ট্যারিফ কমিশনের উপ-প্রধান আব্দুল লতিফ।

সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূর-ই আলম সিদ্দিকী সভায় সভাপতিত্ব করেন। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সৈয়দপুর ব্যবসায়ী সমিতির সভাপতি ও আমদানিকারক আলতাফ হোসেন, শিল্পপতি আমিনুল ইসলাম, ব্যবসায়ী বাবুল হোেসেন, একরামুল হক, আলী ইমাম, সৈয়দপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শ্যামল কুমার রায়, সৈয়দপুর প্রেসক্লাবের সভাপতি আবু-বিন আজাদ, সাংবাদিক সাকির হোসেন বাদল, এম আর আলম, আমিরুল বাপ্পী, বাঙ্গালীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ডা. শাহাজাদা সরকার প্রমুখ। 

বিডি প্রতিদিন/এমআই



এই পাতার আরো খবর