ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

পাবনায় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সহোদর নিহত, আহত ৫
পাবনা প্রতিনিধি:

পাবনা-নগরবাড়ি মহাসড়কের ধোপাঘাটা নামক স্থানে ট্রাকের সাথে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ভাই ও বোন নিহত ও ৫ জন আহত হয়েছে। আহতদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। বুধবার (২৬ জুন) দুপুর একটার দিকে পাবনা সদর উপজেলার ধোপাঘাটা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জেলার বেড়া পৌরসভার শালকিপাড়ার রাজকুমার হালদারের ছেলে প্রদীপ হালদার ও নাটোর জেলার দিনেশ হালদারের স্ত্রী শম্পা রানী হালদার, নিহত দু'জন সম্পর্কে ভাই-বোন।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী জানান, সিএনজি চালিত অটোরিকশাটি বেড়া থেকে পাবনার দিকে আসছিল। পথিমধ্যে ঢাকা-পাবনা মহাসড়কের ধোপাঘাটায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ৭ জন সিএনজি যাত্রী গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেয়ার পথে দু'জন মারা যায়। বাকিরা চিকিৎসাধীন রয়েছেন।

পরিবারের বরাত দিয়ে ওসি জানান, তারা সবাই বেড়া থেকে পাবনা শহরে কনে দেখার উদ্দেশ্যে আসছিল। 

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর