ঢাকা, রবিবার, ৩০ জুন, ২০২৪

আজকের পত্রিকা

চকরিয়ায় মোটরসাইকেল ছিনতাই চক্রের ৫ সদস্য আটক
চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়া উপজেলায় মোটরসাইকেল ছিনতাই চক্রের পাঁচ সদস্যকে অস্ত্রসহ আটক করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় চিরিঙ্গা এলাকার হোটেল আল ফরিদে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, চকরিয়া পৌরসভার বিনামারা এলাকার কামরুল ইসলাম ছোটন (১৯), গিয়াস উদ্দিনের ছেলে তায়েবুল ইসলাম (২২), পালাকাটা গ্রামের আরফাতুল ইসলাম (২২), চেয়ারম্যানপাড়া এলাকার মিনহাজুর রহমান নয়ন (২৯), এবং রিংভং এলাকার মাহমুদুল করিম (২৮)।

পুলিশ সূত্রে জানা যায়, চকরিয়া ও আশপাশের এলাকায় এই চক্রটি দীর্ঘদিন ধরে মোটরসাইকেল চুরি ও ছিনতাই কার্যক্রম পরিচালনা করে আসছিল। বুধবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলীর নেতৃত্বে একটি টিম হোটেল আল ফরিদে অভিযান চালায় এবং দেশীয় অস্ত্রসহ তাদের আটক করে।

ওসি শেখ মোহাম্মদ আলী জানান, এটি একটি বড় ছিনতাইকারী চক্র, যাদের বিভিন্ন এলাকায় নেটওয়ার্ক রয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং আদালতের মাধ্যমে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। এ অভিযানে স্থানীয় জনগণ পুলিশের ভূমিকার প্রশংসা করেছেন এবং এলাকায় নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

বিডিপ্রতিদিন/কবিরুল



এই পাতার আরো খবর