ঢাকা, রবিবার, ৩০ জুন, ২০২৪

আজকের পত্রিকা

কুড়িগ্রামে মাদক কারবারি গ্রেফতার
কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বৃহস্পতিবার ভোররাতে সুধাংসু মোড় এলাকা থেকে পশ্চিম বাগভান্ডার এলাকার মাদক কারবারি জিয়ারুল ইসলাম ওরফে জুম্মান (২৫)কে একটি গ্রেফতার করে পুলিশ। এসময় তার কাছ থেকে ২৩ কেজি গাঁজাসহ তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। 

এছাড়াও মাদক পরিবহণে ব্যবহার করা তার মোটরসাইকেলটিও জব্দ করা হয়। পরে বৃহস্পতিবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

পুলিশ জানায়, মাদক কারবারি জিয়ারুল ইসলামের বিরুদ্ধে বগুড়া জেলার নন্দিগ্রাম থানায় পূর্বের একটি মাদক মামলার রয়েছে। এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমীন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। 

বিডি প্রতিদিন/এএম

 



এই পাতার আরো খবর