ঢাকা, রবিবার, ৩০ জুন, ২০২৪

আজকের পত্রিকা

পাহাড়ে টানা বৃষ্টিপাত, নিরাপত্তায় সতর্কতা মাইকিং
ফাতেমা জান্নাত মুমু, রাঙামাটি
পাহাড়ের পাদদেশে ঝুঁকির মধ্যে বসবাস করছেন বিপুল জনগোষ্ঠী

পাহাড়ে আবারও শুরু হয়েছে টানা বৃষ্টি। কখনো হালকা, কখনো মাঝারি ও আবার কখনো ভারি। অবিরাম চলছে বৃষ্টির বর্ষণ। তাই শঙ্কার কালো মেঘ জমেছে পাহাড়বাসির মনে। ঝড় হাওয়ার সাথে হতে পারে পাহাড় ধস। এমন শঙ্কায় আতঙ্কে রাত কাটছে অনেকের। যদিও ঝুঁকিতে বসবাসরতদের জন্য খোলা আছে আশ্রয় কেন্দ্র। কিন্তু নিজের ভিটে-মাটি ছাড়তে নারাজ কেউ কেউ। 

অন্যদিকে, রাঙামাটি জেলা প্রশাসন মো. মোশারফ হোসেন খান দ্রুত সময়ের মধ্যে অতি ঝুঁকিতে বসবাসরতদের পাহাড় ছাড়তে নিদের্শ দিয়েছেন। সতর্কতা মাইকিংয়ের পাশপাশি মানুষের জনমালের নিরাপত্তা দিতে মাঠে নেমেছে জনপ্রতিনিধিরাও। 

রাঙামাটি আবহাওয়া অফিসের কর্মকর্তা মো. হুমায়ন কবির জানান, আরও এক সপ্তাহ অব্যাহত থাকবে এ বৃষ্টিপাত। রয়েছে ভারি বৃষ্টির শঙ্কা। তাই সর্তক থাকতে হবে স্থানীয়দের। 

রাঙামাটি পৌর মেয়র মো. আকবর হোসেন চৌধুরী বলেন, রাঙামাটি পৌর এলাকার ৯টি ওয়ার্ডের ২৭টি স্থানে মানুষ ঝুঁকিতে বসবাস করছে। তার মধ্যে সবচেয়ে ৪ নং ও ৬নং ওয়ার্ডের বসতি। রাঙামাটি জেলা প্রশাসনের সাথে সমন্বয় করে পৌর এলাকার ঝুঁকিতে বসবাসরতদের সতর্কতার জন্য কাজ করছে জনপ্রতিনিধিরা। 

অন্যদিকে, পাহাড়ে টানা বৃষ্টি দেখে রাঙামাটিতে বিশেষ সভা ডেকে দুর্যোগ মোকাবেলা কমিটি গঠন করেছে রাঙামাটি জেলা প্রশাসক মো. মোশারফ হোসেন খান। 

তিনি বলেন, রাঙামাটি সচেতন নাগরিকদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। তারা ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নত করবে। একই সাথে আশ্রয় কেন্দ্রেগুলো তদারকি করবি। এছাড়া পাহাড়বাসির নিরাপত্তায়ও কাজ করবে। এছাড়া ৯টি ওয়ার্ডে ২৯টি আশ্রুয় কেন্দ্র সবসময় প্রস্তুত আছে। 

রাঙামাটি পৌরসভার তথ্য মতে, শুধু রাঙামাটি শহর এলাকায় দেড় লাখ মানুষ পাহাড় ধসের ঝুঁকিতে বসবাস করে। ঝুঁকিপূর্ণ এলাকাগুলো হচ্ছে-শহরের শিমুলতলী, নতুন পাড়া, মনতলা, রাঙ্গাপানি, রির্জাভ, এসপি অফিস সংলগ্ন এলাকা, শহীদ আবদুল আলী একাডেমী সংলগ্ন ঢাল, পুলিশ লাইন সংলগ্ন ঢাল, স্বর্ণটিলা পাহাড়ের ঢাল, রাজমণিপাড়া পাহাড়ের ঢাল, রেডিও স্টেশনের পাশে শিমুলতলী পাহাড়ের ঢাল, লোকনাথ মন্দির পাহাড়ের ঢাল, আনসার ক্যাম্প সংলগ্ন পাহাড়ের ঢাল, জেলা প্রাথমিক শিক্ষা অফিস সংলগ্ন পাহাড়ের ঢাল, চম্পক নগর পাহাড়ের ঢাল, পাবলিক হেলথ পাহাড়ের ঢাল, আমানতবাগ পাহাড়ের ঢাল, মুজিবনগর পাহাড়ের ঢাল এলাকা। টানা বৃষ্টিপাতে বিভিন্ন জায়গায় পাহাড় ধসের শঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে রাঙামাটি-চট্টগ্রাম সড়ক, রাঙামাটি আসামবস্তি-কাপ্তাই সড়কে ধস দেখা দিয়েছে। 

বিডি-প্রতিদিন/বাজিত



এই পাতার আরো খবর