ঢাকা, রবিবার, ৩০ জুন, ২০২৪

আজকের পত্রিকা

গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে শিরিন বেগম নামে এক গৃবহধূকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। শিরিন বেগম হচ্ছেন জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের চরতারাপুরের ডাকনিপাড়া গ্রামের মো. মাইনুল ইসলামের স্ত্রী। ঘটনার পর পুলিশ মাইনুলকে গ্রেফতার করেছে। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে এবং শিরিন বেগম রবিবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 

শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, পারিবারিক বিরোধের জের ধরে শনিবার রাতে শিরিনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে মাইনুল। পরে স্থানীয়দের সহায়তায় তার পরিবারের সদস্যরা শিরিনকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। কিন্তু সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ রবিবার সকালে মারা যান শিরিন। ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ রাতেই অভিযান চালিয়ে স্বামী মাইনুল ইসলামকে গ্রেফতার করে। সে পুলিশের কাছে স্ত্রী হত্যার কথা স্বীকার করেছে এবং এ ঘটনায় ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বিডি প্রতিদিন/এএম

 



এই পাতার আরো খবর