ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

এইচএসসি পরীক্ষা : দৌলতপুরে চার শিক্ষক বরখাস্ত
কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনেই অনিয়মের অভিযোগে অব্যাহতি দেওয়া হয়েছে চার কক্ষ পরিদর্শক শিক্ষককে। রবিবার সকালে পরীক্ষা শুরুর কিছুক্ষণ পরেই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওবায়দুল্লাহ স্থানীয় দৌলতপুর গার্লস ডিগ্রি কলেজ কেন্দ্রে যান। সেখানে বিএম শাখার পরীক্ষার্থীদের কক্ষে দায়িত্বরত অবস্থায় চার কক্ষ পরিদর্শকের কাছে নিয়মবহির্ভূতভাবে মোবাইল ফোন পাওয়া যাওয়ায় তাদের অব্যাহতি দেন।

স্থানীয় নুরুজ্জামান বিশ্বাস ডিগ্রি কলেজের একজন, আহসান নগর বিএম কলেজের দুইজন এবং নাসির উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজের একজন শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে। তারা এবারের এইচএসসি ও সমমান পরীক্ষায় আর দায়িত্ব পাবেন না।

দৌলতপুর গার্লস ডিগ্রি কলেজের অধ্যক্ষ কেন্দ্রটির সচিব রেজাউল করিম বলেন, মাইকিং করে ও লিখিত নোটিশে জানানো সত্ত্বেও কয়েকজন শিক্ষক মোবাইল ফোন সাথে রেখেছিলেন। ইউএনও সকাল সাড়ে ১০টার দিকে এ বিষয়ে ব্যবস্থা নেন।

বিডি প্রতিদিন/এমআই



এই পাতার আরো খবর