ঢাকা, শুক্রবার, ১৯ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ফুলপুরে ১৭৬০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ফুলপুরে ১৭৬০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ব্রিফিং অনুষ্ঠানের মাধ্যমে এসব বীজ ও সার বিতরণ উদ্বোধন করা হয়। এ সময় কৃষকদের আমন মৌসুমের স্বল্প জীবনকালের জাত, বীজতলা, সার ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তি সম্পর্কে অবহিত করা হয়। কৃষি অফিস সূত্রে জানা যায়, ২০২৩-২৪ অর্থ বছরে খরিপ/২০২৪-২৫ আমন মৌসুমে  উফশী ধানের আবাদ বৃদ্ধির লক্ষ্যে ১৭৬০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে প্রণোদনা কর্মসূচির মাধ্যমে বিনামূল্যে জনপ্রতি ৫ কেজি বীজ, ১০ কেজি পটাশ সার ও ১০ কেজি করে ডিএপি সার বিতরণ করা হবে। 

উপজেলা নির্বাহী অফিসার এ. বি. এম. আরিফুল ইসলামের সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ অফিসার কামরুল হাসান কামুর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান ফারুক, উপজেলা কৃষি অফিসার ফারুক আহাম্মেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুছ ছবুর সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান পান্না আক্তার, উপজেলা সমাজসেবা অফিসার শিহাব উদ্দিন খান প্রমুখ। 

বিডি প্রতিদিন/এএ



এই পাতার আরো খবর