ঢাকা, শনিবার, ২০ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

শ্রদ্ধা ও ভালোবাসায় মানিকগঞ্জে রবিউল করিমকে স্মরণ
মানিকগঞ্জ প্রতিনিধি
শ্রদ্ধা ও ভালোবাসায় মানিকগঞ্জে রবিউল করিমকে স্মরণ

শ্রদ্ধা ও ভালোবাসার মধ্য দিয়ে ঢাকার গুলশানে হোলি আর্টিজানে জঙ্গি হামলায় পুলিশ কর্মকর্তা শহীদ এসি রবিউল করিমের অষ্টম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে রবিউলের জন্মস্থান মানিকগঞ্জ সদরের কাটিগ্রামে শোক র‌্যালি ও স্মরণসভা অনুষ্ঠিত হয়।

সোমবার সকাল সাড়ে ১০টায় রবিউল প্রতিষ্ঠিত স্কুল নজরুল বিদ্যাসিঁড়ির সামনে থেকে শোক র‌্যালি শুরু হয়ে কাটিগ্রাম কবরস্থানের পাশে গিয়ে শেষ হয়। র‌্যালিতে ব্লুমসের শিক্ষক-শিক্ষার্থী, এলাকাবাসী ও রবিউলের ঘনিষ্ঠরা অংশ নেন। পরে তারা রবিউলের কবরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

আলোচনায় অংশ গ্রহণ করেন ব্লুমস বিশেষায়িত বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, প্রতিষ্ঠানের সভাপতি জি আর শওকত আলী, কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিপ্লব হোসেন সেলিম, শহীদ রবিউল করিমের ছোট ভাই শামসুজ্জামান শামস,  ইকবাল হোসেন কচি, রবিউলের সহধর্মিণী উম্মে সালমা প্রমুখ।

বিকেল ৩টার দিকে মানিকগঞ্জের পুলিশ লাইনসে নির্মিত শহীদ রবিউল করিম ফটকের পাশে নির্মিত শহিদ এসি রবিউল করিমের ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

উল্লেখ্য, ২০১৬ সালের ১ জুলাই হোলি আর্টিজান বেকারিতে জঙ্গিদের হামলায় রবিউল করিম নিহত হন।

বিডি প্রতিদিন/এমআই



এই পাতার আরো খবর