ঢাকা, মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

বেনাপোল সীমান্তে বিএসএফের গুলিতে চোরাকারবারি আহত
বেনাপোল প্রতিনিধি
প্রতীকী ছবি

যশোরের বেনাপোল সীমান্তে বিএসএফের ছোড়া রাবার বুলেটে শামিম হোসেন (৩০) নামে এক চোরাকারবারি আহত হয়েছে। সোমবার সন্ধ্যায় হরিশচন্দ্রপুর সীমান্তে ৫৪ নম্বর সীমান্ত পিলার এলাকায় ইছামতি নদীতে এ গুলির ঘটনা ঘটে। তাৎক্ষণিক ভাবে তাকে চিকিৎসার জন্য যশোরের একটি হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানা যায়। 

আহত ব্যক্তি গোগা ইউনিয়নের হরিশ্চন্দ্রপুর গ্রামের মৃত মহিউদ্দীন এর ছেলে। 

গোগা হরিশ্চন্দ্রপুর গ্রামের ইউপি সদস্য বাবুল হোসেন জানান, শামিমসহ কয়েকজন ইছামতি নদী পার হয়ে চোরাচালানের জন্য ভারতে যাওয়ার সময় বিএসএফ তাদের ধাওয়া করে।  এসময় তারা ইছামতি নদীতে ঝাপ দেয়। ভারতীয় বিএসএফ তাদের লক্ষ্য করে রাবার বুলেট নিক্ষেপ করে। এতে শামীম মারাত্মক আহত হয়। এসময় তার সহকর্মীরা তাকে উদ্ধার করে।

এ ব্যাপারে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল খুরশিদ আনোয়ার বলেন, বিএসএফের রাবার বুলেটে গোগা সীমান্তে শামিম হোসেন নামে এক যুবক আহত হয়েছে। খবর পেয়ে তার বাড়িতে বিজিবির একটি টিম পাঠানো হয়েছিল। তবে তাকে কোথায় চিকিৎসা দেয়া হচ্ছে তা জানা যায়নি।

বিডি প্রতিদিন/হিমেল



এই পাতার আরো খবর