ঢাকা, মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ভোলায় সাড়ে চার হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ
ভোলা প্রতিনিধি

ভোলায় সাড়ে চার হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে সার ও ধানবীজ বিতরণ করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতায় ২০২৩-২৪ অর্থ বছের, খরিপ-২/ ২০২৪ -২৫ মৌসুমে রোপা আমন ধানের উৎপাদন বাড়ানোর জন্য ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এই সার ও বীজ বিতরণ করা হয়। 

আজ মঙ্গলবার ভোলা সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ। 

এসময় সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীল এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলী নেওয়াজ পলাশ, মহিলা ভাইস চেয়ারম্যান ছালেহা আক্তার চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো: কামরুল হাসান, উপসহকারী কৃষি কর্মকর্তা মো: জসিম উদ্দিনসহ কৃষি অফিসের কর্মকর্তাবৃন্দ। 

বিডি প্রতিদিন/হিমেল



এই পাতার আরো খবর