ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

সুনামগঞ্জে নৌকাডুবিতে নিখোঁজ মা-মেয়েসহ তিন জনের সন্ধান মেলেনি
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রতীকী ছবি

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজলায় সুরমা নদীতে নৌকাডুবির ঘটনার এক দিন পেরিয়ে গেলেও নিখোঁজ মা-মেয়েসহ তিন জনের সন্ধান মেলেনি। তাদের বেঁচে থাকার আশা ছেড়ে দিয়ে শেষ দেখার জন্য অশ্রুসিক্ত চোখে অপেক্ষা করছেন স্বজনরা। মঙ্গলবার সকালে উপজেলার গুচ্ছগ্রাম সংলগ্ন সুরমা নদী পারাপারের সময় ডিঙি নৌকা ডুবে নিখোঁজ হন তারা।

নিখোঁজরা হচ্ছেন আজমপুর গুচ্ছগ্রাম এলাকার নূর আলীর স্ত্রী গুলু বিবি (৭০), আইন উদ্দিন জোছনা (৩৫) এবং তার শিশুকন্যা হামজা (২)  প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে একটি ডিঙ্গি নৌকা করে ৭ জন যাত্রী গুচ্ছগ্রাম থেকে সুরমা নদী পার হয়ে দোয়ারাবাজার উপজেলা সদরে যাচ্ছিলেন। কিছু দূর যাওয়ার পর নদীর প্রবল স্রোতে নৌকাটি উলটে যায়। নৌকাতে থাকা সাত যাত্রীর মধ্যে ৩ জন সাঁতারে পাড়ে উঠলেও এক নারী নারী ও তার শিশুকন্যা এবং অপর এক বৃদ্ধা পানিতে তলিয়ে যান।

সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার আব্দুল হান্নান জানান, স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস নদীতে উদ্ধার অভিযান চালায়। কিন্তু প্রবল স্রোতের কারণে উদ্ধার অভিযান ব্যহত হয়। তিন ঘণ্টার অভিযানে নিখোঁজের উদ্ধার করা সম্ভব হয়নি।

বিডি প্রতিদিন/এএ



এই পাতার আরো খবর