ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

শিবচরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুর জেলার শিবচরে অভিযান চালিয়ে মিষ্টির দোকানসহ ৪ টি দোকানে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। প্যাকেটের ওজন বেশি, দোকানে মূল্যতালিকা না টাঙানো, ক্রয়-বিক্রয়ের ভাউচার না থাকাসহ নানা অনিয়মের কারণে ৪টি দোকানে ৪২ হাজার টাকা জরিমানা করা হয়। বুধবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাদারীপুরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস এ অভিযান পরিচালনা করেন।

জানা গেছে, জেলার শিবচর উপজেলার পৌর বাজারের দুটি মিষ্টির এবং ২টি মুদি দোকানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় দোকানিদের সতর্ক করে দেন ভোক্তা অধিকার।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাদারীপুর জেলার সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস জানান, ভোক্তার অধিকার সংরক্ষণে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। জরিমানাসহ ব্যবসায়ীদের সতর্ক করে দেয়া হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

বিডি প্রতিদিন/এএ



এই পাতার আরো খবর