ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

শেরপুরে বিএনপির সমাবেশ
শেরপুর প্রতিনিধি

খালেদা জিয়ার মুক্তি, দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্ব এক বিনি সূতার মালায় গাথা। এর একটিকে বাদ দিলে বাংলাদেশ টিকবে না। খালেদা জিয়াকে জেল খানায় আটকে রেখে পরিকল্পিতভাবে হত্যার চেষ্টা, গণতন্ত্রকে বিসর্জনে পাঠিয়ে সরকার সার্বভৌমত্বকে বিনষ্ট করার নীল নকশা করেছে। এই তিন প্রশ্নে কোন অবস্থাতেই বিএনপি ও দেশের মানুষ ছাড় দেবে না।আজ বিকেলে বিএনপি সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য অধ্যাপক ড. মামুন আহাম্মেদ এসব বলেছেন।

বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে এই সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি মাহমুদুল হক রুবেল। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী।জেলার বিএনপির সভাপতি মাহমুল হক রুবেলের বাসার সামনের সড়কে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব বিএপির সৈয়দ এমরান সালেহ প্রিন্স, জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এড. ওয়ারেছ মামুন। বিকাল চারটার দিকে ফাঁকা মাঠে অনুষ্ঠান শুরু হলেও দশ মিনিটের মধ্যে শহরের চারদিক থেকে মিছিল এসে সভাস্থল ভরে যায়। এ সময় মিছিলের চমক দেখায় জেলা শ্রমিকদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। কেন্দ্রীয় নেতারা ছাড়াও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বিডি প্রতিদিন/এএ



এই পাতার আরো খবর