ঢাকা, বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

সর্বজনীন পেনশন প্রত্যাহারের দাবিতে অনড় বশেমুরকৃবির শিক্ষকবৃন্দ
গাজীপুর প্রতিনিধি

“প্রত্যয় স্কিম” সংক্রান্ত প্রজ্ঞাপন প্রত্যাহার, সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতনস্কেল প্রবর্তনের কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ না করায় সর্বাত্মক কর্মবিরতির অংশ হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি বৃহস্পতিবারও দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নতুন কৃষি অনুষদ ভবনের নিচে অবস্থান কর্মসূচি পালন করে।

এ সময় দাবি আদায় না হওয়া পর্যন্ত পূর্বের ন্যায় সকল একাডেমিক ও দাপ্তরিক কার্যক্রম বন্ধ রাখবেন বলে প্রত্যেকেই মতামত পুনর্ব্যক্ত করেন। প্রয়োজনে আরো বৃহত্তর আন্দোলনে যাওয়ার অভিপ্রায় ব্যক্ত করেন শিক্ষকমন্ডলী। বশেমুরকৃবি শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মো. অহিদুজ্জামান ও সাধারণ সম্পাদক ড. দেবাশিস চন্দ্র আচার্য্য এ তথ্য জানান।

বিডি প্রতিদিন/এএ



এই পাতার আরো খবর