ঢাকা, শনিবার, ৬ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

দিনাজপুরে করতোয়া নদীর পানি বিপৎসীমার উপরে
দিনাজপুর প্রতিনিধি

কয়েকদিনের টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে দিনাজপুরের বিভিন্ন নদ-নদীর পানি বেড়েছে। একটি নদীর পানি বিপৎসীমা পার হয়েছে। রাতে বৃষ্টির পরিমাণ বাড়লেই নদীগুলোর পানি বেড়ে যাচ্ছে। শনিবার সকালে জেলার খানসামায় করতোয়া নদীর পানি বিৎেসীমার ৭২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে, দিনাজপুর শহর ও আশপাশে টানা বৃষ্টি হওয়ায় রাস্তাঘাটে জলবদ্ধতার সৃষ্টি হয়েছে। নেমে এসেছে দুর্ভোগ।

দিনাজপুর পানি উন্নয়ন বোর্ড জানায়, দিনাজপুরের বড় পাঁচটি নদীর পানি বেড়েছে। বুধবার খানসামায় করতোয়া নদীর পানি ৭২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর বিপৎসীমা হচ্ছে ৪৩.৭০মিটার। শনিবার সকাল ৯টায় ভুষিরবন্দরে আত্রাই নদীর পানি ৩৭ দশমিক ১৫ মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর বিপদসীমা ৩৯.১৫ মিটার। পুলহাটে পূনর্ভবা নদীর পানি ২৯ দশমিক ৮৫ মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর বিপৎসীমা ৩৩.০৫মিটার। ফুলবাড়ীতে ইছামতি/ছোট যমুনা নদীর পানি ২৬ দশমিক ৭১ মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর বিপৎসীমা ২৯.৫০ মিটার। কোদাল কাটগাওয়ে টাঙ্গন নদীর পানি ৩১ দশমিক ৩৮ মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর বিপৎসীমা ৩৪ মিটার। দিনাজপুর পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী (পুর) সিদ্দিকুর জামান নয়ন জানান, কয়েকদিনের টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পানি দিনাজপুরের বিভিন্ন নদ-নদীর পানি শুক্রবারের তুলনায় বেড়েছে। শনিবার সকাল ৬টায় খানসামায় করতোয়া নদীর পানি ৭২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। 

দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিসের কর্মকর্তা মো. তোফাজ্জুর রহমান জানান, শুক্রবার সন্ধা পর্যন্ত দিনাজপুর জেলায় ৩৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজও বৃষ্টি হয়েছে। এই বৃষ্টিপাত আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে উল্লেখ করেন তিনি।

বিডি প্রতিদিন/এএ



এই পাতার আরো খবর