ঢাকা, শনিবার, ৬ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

বিশ্বনাথে ফ্রি চিকিৎসা পেলেন তিন শতাধিক বানভাসি
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি

সিলেটের বিশ্বনাথে জনকল্যাণমুখি সামাজিক সংগঠন ‘বাংলাদেশ পল্লী ফোরাম’র চেয়ারম্যান চৌধুরী আলী আনহার শাহানের উদ্যোগে ফ্রি চিকিৎসা সেবা পেয়েছেন তিন শতাধিক বন্যার্ত মানুষ। শনিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে বিশেষজ্ঞ চিকিৎসদের নিয়ে আয়োজিত ফ্রি মেডিক্যাল ক্যাম্পে তারা এ সেবা গ্রহণ করেন। এ সময় তাদেরকে বিনামূল্যে জরুরী ওষুধও প্রদান করা হয়।

বাংলাদেশ পল্লী ফোরামের ভাইস চেয়ারম্যান আহসান মাহমুদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক কামরুল ইসলাম মাহির সঞ্চালনায় মেডিক্যাল ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ্র সভাপতি মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী এমপি। 

ক্যাম্পে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ্র মহাসচিব মুফতি একেএম মনোওর আলী, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান, বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, বুরাইয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবদুস সালাম, মিয়ার বাজার হযরত শাহচান্দ শাহকালু ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ কবি পিয়ার মাহমুদ, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, পৌর আল ইসলাহ্র সভাপতি তালুকদার ফয়জুল ইসলাম, লতিফিয়া ক্বারী সোসাইটি বিশ^নাথ (দক্ষিণ) উপজেলা শাখার সভাপতি মাওলানা আবদুল মছব্বির। ফোরামের পক্ষ থেকে বক্তব্য রাখেন দৌলতপুর ইউনিয়ন পরিষদের সদস্য শফিক আহদ-পিয়ার। মেডিক্যাল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন মেডিসিন ও চর্ম রোগ বিশেষজ্ঞ ডা. শানুর আলী মামুন, গাইনি বিশেষজ্ঞ ডা. মারুফা নাজমীন ও মেডিসিন বিশেষজ্ঞ ডা. মাহমুদুল আমিন।

বিডি প্রতিদিন/এএ



এই পাতার আরো খবর